পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম– পঞ্চগড় -তেতুলিয়ায় ইসলাম ধর্মাবলম্বীদের মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এরই মধ্যে এই ঈদ উদ্যাপন সম্পন্ন । আজ সোমবার (৩১ মার্চ ) দেশে পালন হচ্ছে ঈদুল ফিতরের প্রথম দিন।
এরই মধ্যে লাখ লাখ মানুষ কর্মস্থল থেকে পৌঁছে গেছে গ্রামের বাড়ি, স্বজনদের সঙ্গে নিয়ে ঈদ উদ্যাপন করার জন্য। রোজার শুরু থেকে ধীরগতিতে শুরু হওয়া ঈদের বেচাকেনাও শেষ হয়ে এসেছে। যার যার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিয়েছেন ঈদের আনন্দে মেতে ওঠার জন্য।তেতুলিয়া উপজেলায় মোট ঈদগা মাঠ- ৬১ টি ঈদগাঁ মাঠ রয়েছে।
বাংলাবান্ধা ইউনিয়নে মধ্যে ঈদগা মাঠ ১৪ টি তিরনই হাট ঈদগা মাঠ ১০ টি তেতুলিয়া ঈদগা মাঠ ১১ টি শালবাহান ঈদগা মাঠ ৮ টি বুড়াবুড়ি ঈদগা মাঠ ৩ টি ভজনপুর ঈদগা মাঠ -৮ টি এবং দেবনগর ঈদগা মাঠ ৭ টি। ঈদ উদযাপন সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে তেতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া সাথে যোগাযোগ করলে তিনি জানান, নিরাপক্তার ক্ষেত্রে ঈদমাঠ গুলোতে সব ধরনের আইন-শৃঙ্খলা কড়া প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এ বিষয়ে ৩ নং তেতুলিয়া সদর ইউনিয়ের রনচন্ডি ঈদগা মাঠের কমিটির সভাপতি মোঃ নাইবুল ইসলাম বলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রনচন্ডি ঈদগা মাঠ নামাজ আদায় হয়েছে। এখানে ২১ টি সমাজ ৮ টি গ্রাম মিলে পবিত্র ঈদের জামাত হয়।রনচন্ডি ঈদের মাঠে ঈমাম হিসেবে নামাজে ঈমামতি করেন দেবনগর হাফেজ মাওলানা মফিজার রহমনান।
।