আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামে হতদরিদ্র পরিবারে ঈদ উপহার বিতরন করেছে Welfare Of Humanity সেচ্ছাসেবী সংগঠন।২৯/০৩/২০২৫ তারিখে উক্ত সংগঠনের সদস্যরা বাড়িতে গিয়ে গিয়ে পর্যবেক্ষন করে উপহার প্রদান করেছেন। উপহার সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন সহ-পরিচালক মিরাজ শেখ,সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম, সহ-সভাপতি রুবায়েত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেপাল দাস,যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজীব দপ্তর সম্পাদক হৃদয় বাড়ৈ এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সম্মানিত সভাপতি সাফিন আহমেদ। তিনি সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এছাড়াও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন,আমদের সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন মানবিক কাজে বিশেষ ভূমিকা পালন করেছে তার ধারাবাহিকতা আগামীতেও আপনারা দেখতে পাবেন। আমরা মানব সেবার ব্রত নিয়ে অন্তরের ভালোবাসা দিয়ে মানবতা জয় করেছি