বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
English

ঈদ উল ফিতর উপলক্ষে,পঞ্চগড়ে সড়কে যৌথ বাহিনীর অভিযান

Muktakathan News
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২৩ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি: ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তাঘাটে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন পঞ্চগড়ে যৌথ বাহিনীর উদ্যোগে সড়কে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বিকেলে ৪টায় পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের সদস্যরা ট্রাফিক পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যদের নিয়ে এ অভিযান শুরু করে।

ঈদকে ঘিরে অভিযানের প্রথম দিনে মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহনে লাইসেন্স ও হেলমেট না থাকায় জরিমানা করা হয়। প্রধান সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে চালানো হয় তল্লাশি।
একই সঙ্গে সড়কে চলাচল করা যানবাহন সহ সাধারণ মানুষদের সড়ক দুর্ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা চেয়ে সতর্ক করা হয়।

অভিযানে পঞ্চগড় ট্রাফিক পুলিশের টিএসআই মোশারফ হোসেন জানান , যৌথ বাহিনীর উদ্যোগে এই অভিযান চলছে। অভিযানের মাধ্যমে দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি সবাইকে সচেতন করা হচ্ছে। সবশেষে আমরা মোটরসাইকেল আরোহীদের আটক করছি। কারণ মোটরসাইকেলে অনেকে হেলমেট ব্যবহার করেন না। একই সঙ্গে অভার গতি নিয়ে রাস্তায় চলাচল করে থাকে।’

বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের উপ অধিনায়ক লে. মো. ফরহাদ অর রশিদ বলেন, ‘ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তাঘাটে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে । যৌথ বাহিনীর চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে ও নিরাপদে চলাফেরা করতে পারে এবং দুষ্কৃতকারীদের তৎপরতা যেন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়।

এসময় অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান, ব্যাটালিয়ন আনসারের ল্যান্স নায়েক ছানোয়ার হোসেন, ট্রাফিক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102