দুর্ঘটনা

বাংলাবাজারে দোকানে আগুন: কয়েক লক্ষ টাকার ক্ষতি

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৫ , ৪:৩৭:৫৭ প্রিন্ট সংস্করণ

আখলাক হোসাইন,সিলেট প্রতিনিধিঃ  সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ বাংলাবাজারে আগুনে পুড়ে ছাই হয়েছে বেশ কয়েকটি দোকান। মঙ্গলবার (১এপ্রিল) সকাল অনুমান সাড়ে ১০টায় হিলাল আহমদের মালিকানাধীন লেপতোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছেন অনেকে। আগুন লেগে মুহুর্তের ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। হিলাল আহমেদের লেপতোশকের দোকানের একেবারে নিকট রয়েছে মাও: জাহিদুর রহমান চৌধুরীর জাহিদ বস্ত্র বিতান ও জুবের আহমদের পোল্ট্রি ফার্ম। জাহিদ বস্ত্র বিতানের সাথেই শাহেদ আহমদ এর কম্পিউটারের দোকান। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই কয়েকটি দোকানে। নুন্যতম পরিমাণে কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি এই ঘরগুলো থেকে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন মাও: জাহিদুর রহমান। জাহিদ বস্ত্র বিতানে কয়েক লক্ষ্য টাকার কাপড় পুড়ে ছাই হয়েছে বলে মনে করছেন অনেকে। ক্ষতির দিক থেকে ২য় অবস্থানে রয়েছে হিলাল আহমেদের লেপতোশকের দোকান। এতেও আরো কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

 

এছাড়া আধা পাকা ঘরগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।অপর দিকে অসহায় জুবের আহমদ ব্যবসায় লস করে ঘুরে দাড়ানোর প্রাণপণ চেষ্টা করছিলেন। ঋণ-ধার করে কোন মতে পান-সুপারির পাশাপাশি পোল্ট্রি মোরগের একটা দোকান খুলছেন। এই আগুন তার শেষ স্বপ্নটুকুও কেড়ে নিয়েছে। ঘরের সব-কয়টা মুরগী পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ক্যাশে থাকা ধার পরিশোধের নগদ টাকাও পুড়ে যাওয়ায় সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন তিনি। এই লোকটি একদিকে অনেক টাকার ঋণ অন্যদিকে নগদ টাকা আর মুরগীসহ দোকান হারিয়ে নি:শ হয়ে গেছে। এই মুহুর্তে তিনি চোখে অন্ধকার দেখছেন। ধোয়াশায় রয়েছে তার জীবন যাত্রা। মোট ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content