রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে অপরহরণ ও শ্লীলতাহানির চেষ্টা মামলায় মেহেদী হাসান (২২) নামের এক ছাত্র সমন্বয়ককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুর ২টার দিকে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলমের ছেলে শিহাব উদ্দিন ও তার স্ত্রীর পথরোধ, শ্লীলতাহানি, অপরহরণ চেষ্টার মামলায় রাজিবপুর বাজারের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মেহেদী হাসান উপজেলার মরিচাকান্দী এলাকার মিস্টার আলীর ছেলে এবং চর রাজিবপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিহাব উদ্দিন তার স্ত্রীসহ ঈদের দাওয়াত খেতে শ্বশুর বাড়ি উপজেলার কাচারীপাড়া এলাকায় যান। রাতে সিহাব নিজ বাড়ি রৌমারী উপজেলার বকবান্দা গ্রামে ফেরার পথে মরিচাকান্দি এলাকায় পৌঁছালে অভিযুক্ত মেহেদী হাসান (২২), জাহিদুল ইসলাম (২০), নিশাত (২১) ও রঞ্জু মিয়া (২৫) তাদের পথরোধ, শ্লীলতাহানি, অপহরণের চেষ্টা করে।
এ ঘটনায় শিহাব উদ্দিনের শশুর আব্দুল লতিফ বিশ্বাস চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত ওসি আতিক হাসান জানান, মামলা রুজু করা হয়েছে। আসামি মেহেদী হাসানকে গ্রেফতার করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।