তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদরের চুলকাটিতে সৈয়দপুর ইয়ং স্টারের উদ্যোগে সৈয়দপুর সুপার লীগের ১১ তম আসরের খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সৈয়দপুর ইয়ং স্টারের আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় নাইট ক্রিকেট লীগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন রাখালগাছি ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আল মামুন বাপ্পি।
এ সময় অন্যন্যের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন, রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাওলাদার কামরুল ইসলাম রুমান, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ মাহফুজুর রহমান (সেন্টু), রাখালগাছি ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মোঃ আরিফ শেখ, রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্রনেতা শেখ নাজমুল হোসেন, চুলকাটি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ”সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও ক্রীড়ামুদি দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধক হাসান আল মামুন বাপ্পি বলেন বর্তমান যুবসমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, মোবাইলের আসক্তি থেকে বের হয়ে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এমন মহতি উদ্যোগ গ্রহণের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
৮ দলীয় নাইট ক্রিকেট লীগের ফাইনালে The united braves চ্যাম্পিয়ন এবং Generation21 রানার্সআপ হয়েছেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।