জহিরুল ইসলাম,মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।এসময় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত উপজেলার ১৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উজ্জ্বল রায়।
এসময় কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও উজ্জ্বল রায় বলেন, এই প্রত্যন্ত এলাকা থেকে দেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক কঠিন ব্যাপার। এত প্রতিকূলতার পরেও যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে নিঃসন্দেহে তারা অনেক মেধাবী। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মধ্যনগর হতে যেসব শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, তাদেরকে সংবর্ধনা দিতে পেরে আমরা খুশি। এসব শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম শেষ করে কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়বে ও মধ্যনগরকে আরো সমৃদ্ধ করে গড়ে তুলবে এটিই আমাদের প্রত্যাশা।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান, সুনামগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের শিক্ষক শুভঙ্কর দেবনাথ, ব্যাংকার প্রদীপ দেবনাথ প্রমুখ।