বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ
ভালুকায় রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় বনাঞ্চলে আগুন রাজশাহীর পদ্মার পাড়ে পর্যটনের অপার সম্ভাবনা সরাইলে সমাজ কর্মিরা হাসি ফোটালো আতিকের মুখে আত্মহত্যার চেষ্টা, ভারতীয় নাগরিকের আজীবন নিষেধাজ্ঞা বাখড়া ক্রিকেট টুর্নামেন্ট-২৫,সিজন-৪ ঈদ স্পেশাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন সরকার বিদায়ের আগেই ফ্যাসিস্টদের বিচার করা হবে, ফরিদা আখতার উপদেষ্টা রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী কর্তৃক মানববন্ধন চুলকাটিতে সৈয়দপুর সুপার লীগ-২০২৫ নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত সম্মিলিত বন্ধু ফোরামের ঈদ ভ্রমণ ও পূর্ণমিলনী

রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী কর্তৃক মানববন্ধন

Muktakathan News
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১১ Time View

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা উপজেলা প্রতিনিধি: নিরাপদ রাস্তা নিরাপদ জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা বারহাট্টা উপজেলা নৈহাটি বাজারের রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক ও এলাকাবাসী কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ০২ এপ্রিল মঙ্গলবার বেলা ৪ ঘটিকায় তাহেরা মান্নান উচ্চ বিদ্যালয়ের সামনে নিরাপদ সড়ক ও চলাচল অনুপযোগী রাস্তা সংস্কারেের দাবিতে আন্দোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিগত সরকার ক্ষমতায় থাকার ১৫ বছর হলেও উক্ত ৫ টি গ্রামের রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবহেলিত উক্ত রাস্তার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন,অবিলম্বে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত যাতে এই অবহেলিত রাস্তা সংস্কার করার জোর দাবি জানান। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় নেতৃবৃন্দরা বলেন, অনতিবিলম্বে এই সড়কটি সংস্কার ও পাকা করা প্রয়োজন। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকেন।

বৃষ্টির মৌসুমে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়। মানববন্ধনের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,চিরাম ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ তানজিল। আপনারা সকলে অবগত আছেন যে রাস্তা শুধুমাত্র চলাচলের মাধ্যম নয়, এটি আমাদের নিরাপত্তা, সাশ্রয়ী সময় এবং মানসম্মত জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। একটি অঞ্চলের রাস্তা উপর শিক্ষা,স্বাস্থ্য,বাণিজ্য সহ বিভিন্ন বিষয় ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রশাসনের নিকট উধার্ত আহ্বান থাকবে রাস্তাটি যেনো দ্রুত সংস্কার করা হয়।সংগঠনের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন বলেন, বাংলাদেশের জিডিপির বড় একটি অংশ আসে কৃষি থেকে এবং আমাদের চিরাম ইউনিয়নের বেশির ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। কিছু দিন পরেই কৃষক তার ফসলী জমির ধান কেটে বাজারজাত করবেন। কিন্তু রাস্তার এই বেহাল দশার কারণে কৃষকেরা অতিরিক্ত ভাড়ার পাশাপাশি বড় দুর্ঘটনার সম্মুখীন হয়। অনেকসময় মালবাহী গাড়িগুলো সড়কের নিচে পড়ে যাওয়ার আশংকা থাকে। এজন্য সিন্ডিকেটগুলো সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পায়। যার ফলে কৃষক বাধ্য হয়ে কম দামে তাদের ফসল বিক্রি করেন। বারহাট্টা উপজেলায় যোগাযোগের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়। এই বেহাল দশা থেকে পরিত্রানের জন্য আমরা দ্রুত এই রাস্তার সংস্কার চাই। চিরাম ডেভেলপমেন্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম আহমেদ বলেন, আমাদের আজকের মানববন্ধনে একটাই দাবী, দ্রুত সময়ের মধ্যে এই রাস্তা সংস্কারের আওতায় নিয়ে আসতে হবে। প্রতিনিয়ত নানা রকম দূর্ঘনার শিকার হচ্ছে। সরকার আসে যায় কিন্তু আমার চিরাম ইউনিয়নের ভাগ্য পরিবর্তন হয় না।অতিদ্রুত আমাদের চিরাম ইউনিয়ন বাসীর প্রাণের দাবি রাস্তা সংস্কারের জন্য প্রশাসন বরাবর আমরা জোর দাবি জানাচ্ছি।

চিরাম গ্রামের আজিজুল হাকিম বলেন,আমি এই গ্রামের বাসিন্দা। ২০২২ সালের বন্যায় এই রাস্তাটা ডুবে যায়। এর পর বিভিন্ন জায়গায় গর্ত হয়ে এমন বিপদজনক হয়েছে যে এলাকার অনেকেই গাড়িতে উঠতে ভয় পায়। কারন এমন কোন দিন যায় না দূর্ঘটনা ঘটে না। অথচ আমাদের একটি মাত্র গরুর বাজার থেকে সরকার প্রতি মাসে ৩০ – ৪০ লক্ষ টাকা পায় ।বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য হলো নৈহাটি গরুর বাজার । তবুও গুরুত্বপূর্ণ রাস্তাটির দিকে সরকারের খেয়াল নেই। আমরা দ্রুত সময়ের মধ্যে এই রাস্তা সংস্কার দেখতে চাই। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান বলেন, এই রাস্তা টি এলজিইডির আওতায়। রাস্তাটির ব্যপারে খোঁজ-খবর নিয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করবো। এরপর দ্রুত সময়ের মধ্যে রাস্তা টি সংস্কারের ব্যবস্থা করবো।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102