বিশ্ব

আত্মহত্যার চেষ্টা, ভারতীয় নাগরিকের আজীবন নিষেধাজ্ঞা

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৫ , ৭:১৩:৪৫ প্রিন্ট সংস্করণ

এইচ এম এরশাদ, কুয়েত প্রতিনিধিঃ ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি ব্যক্তিগত সমস্যার সম্মুখীন ছিলেন এবং আত্মহত্যাই তার একমাত্র সমাধান বলে মনে করেছিলেন; তাকে আরও তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

কুয়েতে আত্মহত্যার চেষ্টা করায় এক ভারতীয় নাগরিককে আজীবনের জন্য দেশ থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সংবাদ মাধ্যম আল-রাই-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকালে নিয়মিত টহলের সময় কোস্ট গার্ড সদস্যরা জাবের ব্রিজে এক ব্যক্তিকে লাফ দিতে উদ্যত হতে দেখেন। তারা তাৎক্ষণিক হস্তক্ষেপ করে আত্মহত্যার চেষ্টা ব্যর্থ করে দেন।

পরে তদন্তে জানা যায়, ওই ব্যক্তি ভারতীয় নাগরিক। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন যে তিনি ব্যক্তিগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং আত্মহত্যাকেই একমাত্র পথ মনে করেছিলেন। পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং তার ওপর কুয়েতে প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা জারি করে।

Authors

আরও খবর

Sponsered content