মানববন্ধন / সম্মেলন

ভালুকায় রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৫ , ৪:০৯:৫৬ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় রাস্তা নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩ এপ্রিল ২৫)সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় গ্রামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে ওই এলাকার বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা বলেন, কাচিনা বাজার থেকে কাদিগড় গ্রামের দিকে কাঁচা রাস্তাটি বিগত কয়েক বছর ধরে কার্পেটিং করণের জন্য টেন্ডার হলেও নানা কারণে কাজ হয়নি। সম্প্রতি রাস্তাটির কাজ শুরু হয়েছে। বিষয়টি জানতে পেরে একটি চক্র রাস্তার কাজ বন্ধ করতে এলজিইডি কর্তৃপক্ষ ও ঠিকাদারের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলেছে। যার কারণে বর্তমানে রাস্তার কাজ শুরু করতে পারছেনা ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ে রাস্তার কাজ সম্পন্ন করতে না পারলে কার্যাদেশ বাতিল হয়ে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে হাজরো পরিবার। দ্রুত রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন করে জনসাধারণের চলাচলের উপযোগী করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Author

আরও খবর

Sponsered content