সংবাদকর্মীর কথা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে অশ্রাব্য গালিগালাজের পর হুমকি

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৫ , ২:৫৩:৩৬ প্রিন্ট সংস্করণ

আজাদ হোসেন আওলাদ মিয়া, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে সাংবাদিক হত্যা চেষ্টার সংবাদ প্রকাশের জেরে সারাবাংলা ডট নেট এর নীলফামারী ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট রাশেদুল ইসলাম আপেলকে মোবাইলে অশ্রাব্য গালিগালাজের পর দেখে নেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত এক সন্ত্রাসী।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে সাংবাদিক আপেলের ব্যক্তিগত মোবাইল ফোনে এক অপরিচিত নাম্বার (01946-558457) থেকে এই হুমকি দেয়া হয়।নিরাপত্তার সঙ্কায় থাকা আপেল এ বিষয়ে কল রেকর্ড সহ ওইদিন রাতে ডোমার থানায় একটি জিডি করেন। সাংবাদিক রাশেদুল ইসলাম আপেল নীলফামারী সাংবাদিক ইউনিয়নের দপ্তর বিষয়ক সম্পাদকের দ্বায়ীত্বে রয়েছে।

কল রেকর্ড থেকে জানা যায়, সম্প্রতি দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে হত্যার উদ্দেশে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় যে ব্যক্তি সাংবাদিক রাজাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় নিয়ে যায় তার নাম প্রকাশ করে সংবাদ প্রকাশ করায় সারাবাংলা প্রতিনিধি আপেলকে তার মা-বাবা তুলে অশ্রাব্য ভাষায় গালাগালিগালাজ করে ও দেখে নেয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা। নিরাপত্তার আশঙ্কায় থাকা সাংবাদিক আপেল হুমকির কল রেকর্ড সহ ডোমার থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে ডোমার থানার দ্বায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, ‘আমরা এই অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করেছি। সাংবাদিক আপেলের দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি এবং সংশ্লিষ্ট কল ও হুমকির উৎস শনাক্ত করতে কাজ করছি।’

নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসীন মো. সিথুন, সেক্রেটারি রিপন ইসলাম শেখ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: সংবাদকর্মীর কথা

সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা সাংবাদিকদের মানববন্ধনে প্রতিবাদ

সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকর পাশে দাড়াঁতে আবির্ভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকা বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ও জনতার মুখোমুখি —আহসান উদ্দিন খান শিপন

২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ — ব্যবস্থা নেয়নি আরএমপি, সকল সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিক সমাজের