রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়ম বন্ধ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
আজ রবিবার (৬ এপ্রিল) হাসপাতালটি ঘুরে দেখে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। ড. আতিক মুজাহিদ বলেন, ২৫০ শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিম্নমানের খাবার, চিকিৎসা সেবা ছাড়াও চিকিৎসক সংকটের অজুহাতে সেবা বিঘ্নিত হয়ে আসছে। এবিষয়ে বার বার বলার পরও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। হাসপাতালটিতে নানা দুর্নীতি ও হয়রানির প্রমাণ পাওয়া গেছে। এসবের বিরুদ্ধে এনসিপি’র প্রতিবাদ অব্যাহত রাখবে।
ড. আতিক বলেন, ‘হাসপাতালে দালালরা যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনে ছাত্রদের সেবক দল গঠন করে দালালমুক্ত করা হবে।এ সময় উপস্থিত ছিলেন এনসিপি’র জেলা সংগঠক মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।