এইচ এম এরশাদ, কুয়েত প্রতিনিধিঃ গাজায় চলমান মানবিক সংকট এবং গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ জোরদার হচ্ছে। এই প্রতিবাদের অংশ হিসেবে, ২০২৫ সালের ৭ এপ্রিল, সোমবার, একটি বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটের মূল বার্তা হচ্ছে— “The World Stops for Gaza” অর্থাৎ, “গাজার জন্য থেমে যাবে বিশ্ব”।
এই ধর্মঘটের আওতায় থাকছে—
কোনো কাজ নয়, কোনো স্কুল নয়— যতক্ষণ না গাজায় গণহত্যা বন্ধ হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, এবং সাধারণ জনগণ এই আহ্বানে সাড়া দিতে প্রস্তুত হচ্ছেন। এই আন্দোলনের মাধ্যমে বিশ্ববাসী গাজার মানুষের প্রতি সংহতি জানাবে এবং আন্তর্জাতিক মহলের ওপর চাপ সৃষ্টি করবে যাতে তারা অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়।
এই উদ্যোগের পেছনে রয়েছে আন্তর্জাতিক সংহতি আন্দোলনের অংশ হিসেবে গঠিত বিভিন্ন সংগঠন, যাদের সামাজিক মাধ্যমে প্রচারণা এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ড ইতোমধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে।
এ আন্দোলনের অন্যতম উদ্দেশ্য হলো—
গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা
রাষ্ট্র ও সরকারগুলোর ওপর চাপ সৃষ্টি করে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি তোলা
ফিলিস্তিনিদের প্রতি ন্যায়বিচার ও স্বাধীনতার দাবি জোরদার করা
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এই ধর্মঘটে অংশগ্রহণের ঘোষণা আসতে শুরু করেছে। বাংলাদেশের বিভিন্ন সংগঠনও এই ধর্মঘটে একাত্মতা প্রকাশ করে কর্মসূচি গ্রহণ করছে।
এই প্রতিবাদ শুধু গাজার জন্য নয়, এটি একটি মানবিক জাগরণ, একটি নৈতিক অবস্থান— যেখানে মানবাধিকারের প্রশ্নে বিশ্ব একত্রিত হচ্ছে।