পঞ্চগড় জেলা প্রতিনিধি : মো আরিফুল ইসলাম ইরান পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি(জাগপা’র)৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসময় উপজেলা ও জেলা জাগপা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রোববার (৬ এপ্রিল ২৫)বিকেলে দলীয় কার্যালয় বকুলতলা থেকে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে শেষ।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আনসার আলী।জাতীয় গণতান্ত্রিক পার্টি(জাগপা) প্রতিষ্ঠাতা মরহুম শফিউল আলম প্রধান কে স্মরণ করতে গিয়ে পঞ্চগড় জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লব আবেগ আপ্লূত হয়ে পড়েন। প্রয়াত নেতা শফিউল আলম প্রধানের পঞ্চগড়ে উনার অবদানের কথা বলতে কন্ঠ ভারী হয়ে উঠে।তিনি বলেন আমাদের নেতা পঞ্চগড়ে যে কোন আন্দোলন সংগ্রামে গোটা রাজপথ কাপিয়ে উঠতো।নেতার বক্তব্য শুনতে দূর দূরান্ত থেকে সব দলের নেতাকর্মীরা অধীর আগ্রহি হয়ে শুনতেন।
জাতীয় রাজনিতিতে তার ভুমিকা অপরিসীম ছিলো।আজ মনে পড়ে যায় বেরুবারী নিয়ে সেদিনের আন্দোলনে পঞ্চগড় জেলার সর্বস্তরের জন যোগদিয়েছিলেন।সেদিনের বক্তব্যে মরহুম শফিউল আলম প্রধান বলেছিলেন বিএসএফ যদি গুলি চালান সেই গুলি সর্বপ্রথম আমি ও আমার পরিবারের উপর লাগবে।তাইতো এই অকুতোভয় নেতা তার স্ত্রী ও দুই সন্তান সহ আন্দোলনের মিছিলে সবার সামনে দাঁড়িয়েছিলেন।আজ সেই নেতা আমাদের মাঝে নেই মনে পড়লেই বুকটা দুমড়ে মুড়চে যায়।সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাগপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, প্রচার সম্পাদক আ:খালেক,সদর উপজেলা জাগপা’র সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বোদা উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তেতুঁলিয়া উপজেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুব জাগপার আহবায়ক কামরুজ্জামান কুয়েত, সদস্য সচিব মোকসেদুল ইসলাম,জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমূখ।
০৬/০৪/২৫