বাবুল রানা মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন
গারোবাজার সুনামগঞ্জ স্পোটিং ক্লাবের উদ্দ্যোগে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) বিকেলে গারোবাজার সুনামগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো.জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন,
উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি, এম রতন হায়দার, মহিষমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আঃ হাকিম খান, মহিষমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম পিন্টু, গারোবাজার স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবীর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।