তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পূর্নমিলনী ও সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
সোমবার (৭ই এপ্রিল) সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও কুশলাদি বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতাকর্মী ও চুলকাটি বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।
চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, নির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান, মেহেদী হাসান, অমিতকর বিলাস, মজনু শেখ, রেজওয়ান রুম্মান শৈশব , খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো: বাবুল ফকির’সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
মিজানুর রহমান মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পারস্পারিক সম্পর্কের উন্নয়ন ঘটবে। সাংবাদিকরা আত্ম মানবতার চ্যালেঞ্জ নিয়ে জাতির ও দেশের কল্যাণে কাজ করছে।
তিনি আরও বলেন, চুলকাটি প্রেসক্লাবকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চুলকাটি প্রেসক্লাব ও বাগেরহাটের সকল সাংবাদিকরা আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছে প্রতিকুল পরিবেশের মধ্য দিয়েও তৃণমুল পর্যায়ের দুর্নীতি, লুটপাত ও চাঁদাবাজির সংবাদ প্রতিদিন জাতির কাছে তুলে ধরছে। এসকল প্রকার অপরাধমুলক কর্মকান্ড এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও কাজ করে যাচ্ছে। গণমাধ্যমের প্রশংসা তিনি বলেন সঠিকভাবে কাজ করার সুযোগ পেলে এবং সাংবাদিকরা তাদের স্বাধীনভাবে মত ও সংবাদ প্রকাশে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারলে দেশ ও জাতির এই ক্লান্তি লংগ্নে উন্নতি সাধিত হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হাফিজুর রহমান তুহিন, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ হানিফ শিকদার, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক হাসান আল মামুন বাপ্পি, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও চুলকাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিরানুজ্জামান মিরন, চুলকাটি বাজার বনিক সমিতির সভাপতি শেখ আব্দুর কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক হাওলাদার শওকত হোসেন প্রমূখ।