সাদ্দাম হোসেন জাহিন,ঢাকা জেলা প্রতিনিধিঃ সোমবার বাদ জোহর ইজরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ বিরতির চুক্তি ভঙ্গ করে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের উপর যে নিশ্রংশ হত্যাকাণ্ড চালিয়েছে তার নিন্দা জানিয়ে ঢাকা বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে দল-মত, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের জনগণ একত্রে সমবেত হয়ে এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানায়. এই প্রতিবাদ সমাবেশে দেশের আলেম সমাজ সহ উঁচু স্তরের সম্মানিত ব্যক্তিগণ বক্তব্য রাখেন তারা বাংলাদেশ সহ পৃথিবীর সকল মুসলিম দেশগুলিকে একত্রিত হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ইসরাইলি যত পণ্য রয়েছে তা বয়কট করার জন্য . এরপর আমেরিকা ও ইসরাইলের ধ্বংস কামনা করেন তারা আরো বলেন জাতিসংঘকে খুব দ্রুতই ইসরাইলি রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার. এমন আরো অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, দীর্ঘ এই প্রতিবাদ সমাবেশ টি আসরের নামাজের পর মোনাজাতের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে শেষ করা হয়.