এইচ এম এরশাদ, কুয়েত প্রতিনিধি: কুয়েতে কাস্টমস বিভাগের চমকপ্রদ অভিযানে ইউরোপীয় একটি দেশ থেকে আসা একটি পার্সেল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। কুয়েতের বিমানবন্দর শুল্ক বিভাগের কর্মকর্তারা সন্দেহজনক একটি চালান শনাক্ত করে সেটিতে তল্লাশি চালান এবং সেখানেই মেলে চাঞ্চল্যকর তথ্য।
তল্লাশির সময় উদ্ধার হয় মোট ২৬ কেজিরও বেশি মাদক, যার মধ্যে রয়েছে – ১২ কেজি মাদক গাঁজা (মারিজুয়ানা), ১১.২৫ কেজি হাশিশ এবং ৩ কেজি কোকেইন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একটি জব্দ রিপোর্ট প্রস্তুত করে কুয়েত কাস্টমসের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ধরনের সফল অভিযান কুয়েতের নিরাপত্তা বাহিনীর মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।