চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজাঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়েল ভবনের বদিউল সড়ক সংলগ্নে। নৃশংস হত্যার ও পন্য বরকট করার প্রতিবাদ সহ ব্যানারে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৭ এপ্রিল ১ টা ৪০ মিনিটে জোহরের নামাজের পর আইনজীবির দোয়েল ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। এর আগে সমগ্র বাংলাদেশে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল সহকারে এসে তৌহিদি জনতার এই কর্মসূচিতে অংশ করেন।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলকারীরা ইসরায়েল ও তার সহযোগী আমেরিকার বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বরতা চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধের শামিল। তারা জাতিসংঘের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা বিশ্ববাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়। বক্তারা অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। এদিকে একেই সময় ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম ইনসানিয়াত বিপ্লবের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি সকল মুসলিম জনতা ও এলাকার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন স্থানে শৃংঙ্খলতার মাধ্যমে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।