শাকিল, জামালপুর জেলা প্রতিনিধিঃ জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, পুলিশ সুপার জামালপুর এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস)-এর দিকনির্দেশনায় পরিচালিত এক সফল অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে জামালপুর নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
০৭ এপ্রিল ২০২৫ ইং তারিখ, রাত ২৩:২৫ ঘটিকার সময় নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওবায়দুল হকের নেতৃত্বে এসআই আশরাফুল, এসআই মির্জা মাহমুদুল, এসআই রুপন কুমার, এএসআই উদয় চক্রবর্তী, এএসআই মান্নান সমন্বয়ে গঠিত একটি অভিযানিক দল ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা চকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সেখানকার জৈনক সোহেলের বসতবাড়ি থেকে জামালপুর সদর উপজেলার দমদমা বোয়ালমারী গ্রামের মোঃ আব্দুস সাত্তার (৩০), পিতা মোঃ নুর ইসলামকে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয়।
পুলিশের এই উল্লেখযোগ্য সাফল্যের বিষয়ে আজ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করা হয়। পুলিশ সুপার জামালপুর বলেন, "জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।