বিশ্ব

ফিলিস্তিনে গাজায় গণহত্যা বন্ধের প্রতিবাদে মধ্যনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৫ , ২:০০:১৮ প্রিন্ট সংস্করণ

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি):  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হেফাজত ইসলাম এর উদ্যোগে “ফিলিস্তিনীদের উপর ইসরাইলী হামলা ও দখলদার আগ্রাসন”র প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৭ই এপ্রিল শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিলটি সদরের সারা বাজার প্রদক্ষীণ করে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ কারীরা প্রতিবাদী বক্তব্য তুলে ধরেন মধ্যনগর উপজেলা হেফাজতে ইসলাম কমিটির নেতৃবৃন্দ।বিশ্বব্যাপ মজলুম গাজাবাসীদের আহুত হরতাল সমর্থনে ও ফিলিস্তিনি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিন দখলের জন্য মুসলিমদের উপর নির্মম হামলায় হত্যাযজ্ঞ ও অত্যাচার বন্ধ কারার জন্য কঠোর হুশিয়ারীদেন।এবং শোকের সাথে নিহতদের রুহের মাগফেরাত কামনায় করা হয়।এবং সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের আহ্বান জানান।এছাড়াও বাংলাদেশে বাজারজাত  থাকা ইসরায়েলের সকল ধরনের পণ্য বয়কটের আহ্বান জানান বক্তাগণ।

এসময় অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হেফাজতে ইসলাম মধ্যনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আঃহালিম,কোষাধ্যক্ষ মেহেদী হাসান মুন্না,যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বারাকাত,ধর্মবিষয়ক সম্পাদক মোঃনুরুজ্জামান। এছাড়াো উপস্থিত ছিলেন মামুনুর রশিদ,মোঃশাকিল খান,প্রমুখ

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content