আখলাক হুসাইন, সিলেট থেকে: মক্তব শিক্ষা হচ্ছে বাংলাদেশী মুসলমানদের বুনিয়াদি শিক্ষা। এই শিক্ষাই আমাদের ধর্ম কর্ম ও জীবন চলার পথেয়। তাই মক্তব শিক্ষার ক্ষেত্রে গ্রাম ও শহর সকল জায়গায় আমাদের আরো বেশি গুরুত্ব প্রদান করতে হবে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মাওলানা বশির উদ্দিন রহ. সমাজকল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় নাদিয়াতুল কুরআন শিক্ষা বোর্ড ফতেপুর ইউনিয়নের ৯ম পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (৭মার্চ) বিকাল ৩টায় ফতেপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আখলাক হুসাইন ও সহ সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান আলোচকের আলোচনা উপস্থাপন করেন জুলাই বিপ্লবের অগ্রসৈনিক সাবেক ছাত্রনেতা হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী এলএলবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শহরের সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা নূরুল ইসলাম, বিশিষ্ট আলেমের দ্বীন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা জাকারিয়া মাসুক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মুসব্বির ৬নং ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য এখলাছুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ সভাপতি হাফিজ হাসান আহমদ চৌধুরী, যুব সংগঠক কেএম মনসুর আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা সমির উদ্দিন, শাহজালাল একাডেমির পরিচালক মাওলানা নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা বুরহান উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ৬নং ফতেপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো: কামরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মাওলানা মমতাজ উদ্দিন, সহ সভাপতি মাওলানা সালমান বিন বশির, মাওলানা সিফতুর রহমান রাজু, সহ সাধারণ সম্পাদক মাওলানা এমাদ শিকদার, বায়তুলমাল সম্পাদক মাওলানা কেএম লোকমান আহমদ, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ মাওলানা সাজিদুর রহমান শামীম, মাওলানা বশির উদ্দিন রহ সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য আলী আহমদ প্রমুখ। দুটি অধিবেশনে চলা এই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন কারী মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।