বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ
কলেজ ছাত্রীকে ব্লাকমেইল করার চেষ্টায় গ্রেফতার ১ মেয়ের জন্য জীবন দিলেন বাবা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! ঠাকুরগাঁওয়ে হরিপুর থানার ওসি’ ও ওসি তদন্ত’র বিরুদ্ধে হয়রানির অভিযোগ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বোয়ালমারী সাতৈর বাজারে তীব্র বিক্ষোভ মুসলিম উম্মাহর সমর্থন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি গফরগাঁওয়ে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু গোয়াইনঘাটে খেলাফত মজলিসের শুরা অধিবেশন: সভাপতি: শরীফ উদ্দিন, সেক্রেটারি: আখলাকুল আম্বিয়া ১২০ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার বিদেশে উচ্চশিক্ষার পথ দেখানো এক আলোকবর্তিকা — সাইমুন মজুমদার মধুপুর পৌর বিএনপির উদ্যোগে উঠান বৈঠক

রাজশাহীর ওয়াসার নিন্মমানের ঘোলা পানি

Muktakathan News
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৯ Time View

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধিঃ সোমবার ৭ এপ্রিল রাজশাহী নগরীর ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ওয়াসার পানিতে দেখা গেছে কালো ময়লা। ওয়ার্ডের মহলদার পাড়া, রোডপাড়া, তারা মসজিদ এলাকাসহ বেশ কয়েকটি স্থানের ট্যাপকল দিয়ে কয়লার মতো পানি বেড় হবার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দেয়া তথ্য মতে, গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা অবদি ওয়াসার পানি সরবরাহ পাইপ দিয়ে বেড় হয়েছে কয়লার মতো কালো পানি। সারাদিন কেটে গেলেও ওয়াসা কর্তৃপক্ষ নেইনি কোন উদ্যোগ। তারা মসজিদ সংলগ্ন একটি কলের চারিপাশ দখল করেছে কালো ময়লাযুক্ত পানি। মসজিদে মাগরিবের নামাজ পড়তে আসা মুসল্লীরা জানান, যোহরের সয়ম পানির যে চিত্র দেখেছি, মাগরিবে এসেও একই অবস্থা দেখলাম।

 

রোডপাড়া এলাকার বাসিন্দা বাবু, বিপ্লব, সবুজ ও চা বিক্রেতা জীবন বলেন, কোন দিন কল দিয়ে এতো কালো পানি বেড় হতে দেখিনি। মহলদার পাড়ার রানা, তাকিয়া ও মাইনুল জানান, গোসল করার জন্য বালতিতে পানি ভরছিলাম। কিছুক্ষণ পর দেখি পুরো বালতি কালো দেখাচ্ছে। কয়েক মাস আগেও লাল লাল ময়লা পানি বের হয়েছে কয়েকবার। সেটা ভেবেই বালতির কালো পানিগুলো ফেলে দিয়ে আবারো কল ছেড়ে বালতি ভর্তি হতে দেয়। এবারো আগের মতোই অবস্থা। সেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও পানির কোন পরিবর্তন হয়নি। সন্ধ্যা পর্যন্ত ওয়াসার পাইপ থেকে বেড় হয়েছে কয়লার মতো কালো পানি। কালো কালো পানির সাথে বালির মতো কালো কালো দানাও দেখাগেছে।

 

কালোর পানির জন্য বাথরুমের সাদা টাইলস পুরোটাই কালোরূপ ধারণ করেছে। সারাদিন কোন থালাবাসন ধোয়াতো দূরের কথা, পানিতে হাত দিতেও ভয় লাগছে। হোটেল ব্যবসায়ী বিপ্লব বলেন, মসজিদ সংলগ্ন কল থেকে আমি হোটেলের খাবার পানি সংগ্ৰহ করি। সারাদিন ময়লা কালো পানি বেড় হবার কারণে হোটেলের জন্য পানি আনতে পারিনি। আজ ব্যবসার ক্ষতি হয়েছে। এলাকার বাসিন্দা রানা জানান, দুপুরে ওয়াসা অফিসে ফোন করে বিষয়টি জানানো হয়েছে। ওয়াসার নির্বাহী প্রকৌশলী (জোন-২) দপ্তরের প্রকৌশলী ইকবাল হোসেন বলেন, কেনো হচ্ছে সেটা আমরা দেখছি। ঠিকানা বলেন। ঠিকানা দেবার পর তিনি বলেন, আজ দুপুরে না হলেও আগামীকাল ৮ এপ্রিল মঙ্গলবার (আজ ) লোক পাঠানো হবে।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102