আখলাক হুসাইন, সিলেট থেকে: ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের অতর্কিত হামলায় যেভাবে অকাতরে নারী, শিশু, বৃদ্ধাসহ অজস্র বেসামরিক মুসলমান শাহাদাতের পেয়ালা পান করছেন তা দেখে আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা মৌখিক প্রতিবাদ করছি, তাদের জন্য দোয়া করছি এবং রাষ্ট্র আমাদের সুযোগ দিলে প্রয়োজনে ফিলিস্তিন যাব। তবুও ইসরাইলি সন্ত্রাসীদের এসব হামলা আর সহ্য করব না। খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফ উদ্দিন আরো বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানাচ্ছি ইসরায়েলের কোন পণ্য যেন বাংলাদেশে আসতে না পারে।এছাড়া রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনকে যতসব সহযোগিতা করার সুযোগ আছে সব কিছু করারও জোর তাগিদ করছি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের স্থানীয় ফতেপুর বাজারে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে আয়োজিত সন্ত্রাসী ইয়াহুদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের বেসামরিক মুসলমানদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের অগ্রসেনিক সাবেক ছাত্রনেতা হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী এলএলবি, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন এমএসএস, শাহজালাল একাডেমির পরিচালক মাওলানা নিজাম উদ্দিন, ইসলামনগর ঈদগাহ মাদরাসার মুহতামিম মাওলানা জাকারিয়া মাসুক, যুবনেতা মাস্টার কামাল উদ্দিন, মাওলানা আব্দুল ওয়াদুদ, ছাত্রনেতা ইয়াহইয়া বিন ঈসা, জামাত নেতা মিসবাহ উদ্দিন, এমআর নোমান।
জমিয়ত নেতা মাওলানা দেলওয়ার হোসাইনের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সেক্রেটারি কেএম মনসুর আহমদ, মাওলানা সালমান হোসাইন, মাওলানা সিফতুর রহমান, মাওলানা সানা উল্লাহ আমীন প্রমুখ।
কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মিছিল পরবর্তী সমাবেশ শেষে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ফতেপুরের জনসাধারণ।