এইচ এম এরশাদ, কুয়েত প্রতিনিধিঃ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ দমন বিভাগ, বিশেষ করে রাজধানীর তদন্ত শাখা, একটি আন্তর্জাতিক প্রতারক চক্রকে গ্রেফতার করেছে। এই চক্রটি বিভিন্ন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি এবং স্মার্টফোন পাচারের সঙ্গে জড়িত ছিল।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন মিশরীয় ও একজন সিরীয় নাগরিক রয়েছে। তারা ভুয়া সরকারি ওয়েবসাইট তৈরি করে সাধারণ জনগণকে প্রতারণার ফাঁদে ফেলে ব্যাংক কার্ডের তথ্য সংগ্রহ করত। পরবর্তীতে এসব তথ্য ব্যবহার করে মূল্যবান স্মার্টফোন কিনে সেগুলো দেশের বাইরে পাচার করত।
তদন্তকারীরা মাঠ পর্যায়ে তৎপরতা চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ব্যাংক তথ্য কপি করার বিশেষ ইলেকট্রনিক ডিভাইস, অনেক স্মার্টফোন এবং নকল কাগজপত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে যে, তারা কুয়েতের সরকারি পরিচয়পত্র কর্তৃপক্ষের (Public Authority for Civil Information) ওয়েবসাইটের হুবহু নকল একটি সাইট তৈরি করে সেটিকে গুগলের মতো সার্চ ইঞ্জিনে প্রমোট করত, যাতে মানুষ সহজেই ফাঁদে পড়ে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে বলেছে, সরকারি ওয়েবসাইটে প্রবেশের সময় অবশ্যই সঠিক লিংক যাচাই করে নিতে হবে এবং সন্দেহজনক ওয়েবসাইটে কোনো ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
সূত্র কুয়েত নিউজ (কুনা)