শিক্ষা ও ক্যাম্পাস

কুড়িগ্রামে প্রথম দিনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা।

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৫ , ১:৫৭:৫৭ প্রিন্ট সংস্করণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তির্পূণভাবে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষাটি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) সকাল থেকে শিক্ষার্থীরা পরীক্ষা সেন্টারে আসতে শুরু করেন। এবং সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষাটি হয়েছে ।
কুড়িগ্রামে ৯টি উপজেলার, সাধারণ এসএসসি কেন্দ্র ৩৪ টি পরীক্ষার্থী ২০৫২২ জন দাখিল পরীক্ষা কেন্দ্র ১১ টি পরীক্ষার্থী ৫৯৯১ জন ভোকেশনাল কেন্দ্র ১১ টি পরীক্ষার্থী ২২৫৭ জন, সব কেন্দ্রে একযোগে শুরু হয়েছে পরীক্ষা । এবছর কুড়িগ্রামে  পরীক্ষার্থী ২৪৩০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছেন, বহিস্কার করেছেন একজন, কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন ।
বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে পারে এবং বাড়িতে যেন শান্তিপূর্ণভাবে যেতে পারে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, সেনাবাহিনীর একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের পরীক্ষা শান্তিপূর্ণ হবে, আমরা দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা মাঠে কাজ করে যাচ্ছেন। এক সেনা সদস্য বলেন, “আমাদের কাজ হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা চাই, সবাই শান্তিপূর্ণভাবে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা দিয়ে বাড়িতে যেতে পারে এই লক্ষ্যে আমরা কাজ করছি।”

Author

আরও খবর

Sponsered content