সাদ্দাম হোসাইন জাহীন,ঢাকা জেলা প্রতিনিধিঃ বুধবার দুপুর দুইটায় যোহরের নামাজ শেষে খিলগাঁও থানা যুবদলের জাফরান মুরাদ এর নেতৃত্বে চৌধুরী হুমায়ুন কবিরের সহযোগিতায় এলাকাবাসীদের সাথে নিয়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর মানবতা বিরোধী গণহত্যার প্রতিবাদ জানায়. এ সময় তারা ফিলিস্তিন জিন্দাবাদ ইজরায়েল মুর্দাবাদ ইজরায়েল ধ্বংস হোক ফিলিস্তিন মুক্তি পাক এমন অনেক স্লোগান দিয়ে প্লে কার্ড সহ ফিলিস্তিনের বিশাল পতাকা হাতে নিয়ে এলাকা জুড়ে বিক্ষোভ করে. ফিলিস্তিনের সাধারণ মানুষসহ নিষ্পাপ শিশুদেরকেও বোমা নিক্ষেপ এবং বিষাক্ত গ্যাস ছেড়ে হত্যা করায় এর তীব্র নিন্দা জানায়. তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ইসরাইল মানবতাকে খুন করেছে , সহযোগিতায় আমেরিকা সহ কিছু আরব রাষ্ট্রও রয়েছে, আর এই অমানবিক রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশগুলোকে সকল ধরনের রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফিলিস্তিনএর পাশে দাঁড়ানোর আহ্বান জানান. পরে তারা আল্লাহর দরবারে ফিলিস্তিনিদের জন্য দোয়া করে শান্তিপূর্ণভাবে সমাবেশ টি সমাপ্ত করেন.