সারাদেশ

মেহেরপুরে ২ মাসে ১০৭টি মোবাইল এবং ৬ লক্ষ সাত হাজার টাকা উদ্ধার

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৫ , ১:১২:৩৬ প্রিন্ট সংস্করণ

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ গত দুই মাসে ফেব্রুয়ারি ও মার্চ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক জিডি মূলে সর্বমোট ১০৭ টি মোবাইল এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণায় হাতিয়ে নেওয়া এবং ভুলক্রমে চলে যাওয়া সর্বমোট ৬ লক্ষ ৭ হাজার টাকা উদ্ধার করে তার মূল মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার ১০ এপ্রিল-২০২৫ সকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে মূল মালিকদের হাতে মোবাইল ও টাকা হস্তান্তর করা হয়েছে, মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আখতার খানম মূল মালিকদের হাতে এসব মোবাইল ও টাকা হস্তান্তর করেন, এসময় মেহেরপুর সদর উপজেলার ৬১ টি, গাংনী উপজেলার ১৬ টি এবং মুজিবনগর উপজেলার ৩০টি সহ সর্বমোট ১০৭ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এছাড়াও মেহেরপুর সদর উপজেলা এলাকার প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ৫ লক্ষ ১৭ হাজার টাকা এবং ভুলক্রমে যাওয়া ৯০ হাজার টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়, এই সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি গোপাল প্রমুখ।

Author

আরও খবর

Sponsered content