প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৫ , ৪:২২:২৬ প্রিন্ট সংস্করণ
মোঃহাসানুর জামান বাবু, চট্টগ্রামঃ আজ ১১ এপ্রিল,শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় (৬.৩০) সিআরবি কনফারেন্স রুমে নগরীর সার্বিক কার্যক্রম, জলাবদ্ধতা নিরসণ কার্যক্রমের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা বিষয়ে জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, রেল মন্ত্রণালয়ের সচিব চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সিডিএ চেয়ারম্যান, চট্টগ্রামের জেলা প্রশাসক এবং নগরীর বিভিন্ন সেবা সংস্থার শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধানের করনীয় নির্ধারনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।এসময় চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিক নেতা ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।