এইচ এম এরশাদ, কুয়েত প্রতিনিধিঃ ওয়াশিংটন, ১০ এপ্রিল — মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চীনা পণ্যের উপর আরোপিত নতুন শুল্ক কার্যকর হওয়ায়, যুক্তরাষ্ট্রের মোট অতিরিক্ত শুল্কহার চীনের ওপর দাঁড়িয়েছে ১৪৫ শতাংশে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক নথিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নথি অনুযায়ী, ট্রাম্প বৃহস্পতিবার থেকে নতুন একটি শুল্ক আদেশ কার্যকর করেছেন। এতে বিশ্বের বহু দেশের জন্য ৯০ দিনের শুল্ক ছাড় দেওয়া হলেও, চীনের জন্য উল্টো শুল্কহার বৃদ্ধি পেয়েছে। নতুন আদেশে চীনা পণ্যের ওপর ১২৫% হারে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, যা আগে আরোপিত ২০% শুল্কের সঙ্গে যুক্ত হয়ে মোট হার দাঁড়িয়েছে ১৪৫ শতাংশে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।