সারাদেশ

মেহেরপুরে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক-১

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৫ , ৬:১০:৩৭ প্রিন্ট সংস্করণ

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী থেকে বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলিসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার ১১ এপ্রিল-২০২৫ সকাল ৬টার দিকে গাংনীর লক্ষীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে, তিনি ধলা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
যৌথ বাহিনীর অভিযানে জানা যায়, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছিরেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম অভিযান চালায়, অভিযানে ৭.৬৫ মিমি সাইজের একটি বিদেশি পিস্তল (Made in USA), দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে,লাল্টু বিশ্বাসের এক ভাই ডাকাতির চেষ্টাকালে জনতার হাতে মারা গেছেন এবং আরও এক ভাই পদ্মবিল দখল নিয়ে সংঘর্ষে মারা গেছে,তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্বসহ একাধিক অভিযোগ রয়েছে।

অভিযানটি পরিচালনা করেন ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন রওশন ও লেফটেন্যান্ট মিনহাজ এবং গাংনী থানা পুলিশের একটি টিম, লাল্টু বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত লালটুকে গাংনী থানায় হস্তান্তর করা হয়।

Author

আরও খবর

Sponsered content