মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করার বিষয়টি জানাজানি হওয়ার পর ধর্ষক মোশারফের ঘরবাড়ি ভাঙ্গচুর ও অগ্নি-সংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার ১০ এপ্রিল-২০২৫ বিকালের দিকে বাড়ি ভাঙ্গচুর অগ্নি- সংযোগের ঘটনা ঘটে, গত ৮ এপ্রিল-২০২৫ দুপুরের দিকে মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়া এলাকায় গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী(১৩) কে ধর্ষণ করে প্রতিবেশী মোশারফ, বৃহস্পতিবার ১০ এপ্রিল-২০২৫ ঘটনাটি প্রকাশ পায়,এবং তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, ধর্ষক একই এলাকার মোশারফ হোসেন ঘটনার পরপরই আত্মগোপন করেছে।