উন্নয়ন

২৬ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল নির্মাণ করছে মার্কিন প্রতিষ্ঠান ‘বাংলা ইউএস এলএলসি’

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৫ , ৯:২৯:১৬ প্রিন্ট সংস্করণ

এইচ এম এরশাদ,আন্তর্জাতিক সংবাদদাতাঃ বাংলাদেশে স্বাস্থ্যসেবার পরিসর আরও সম্প্রসারিত করতে ২৬ হাজার কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে মার্কিন প্রতিষ্ঠান বাংলা ইউএস এলএলসি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুশতাজুর রহমান দাউদ জানিয়েছেন, এ প্রকল্পটি দেশের স্বাস্থ্যখাতে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে।

নতুন এই হাসপাতালটি আন্তর্জাতিক মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক দ্বারা পরিচালিত হবে। হাসপাতালটিতে থাকবে বিশেষায়িত চিকিৎসা ইউনিট, জরুরি সেবা, এবং গবেষণাকেন্দ্র।

বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগ কেবল স্বাস্থ্যসেবার মানোন্নয়নেই নয়, বরং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের চিকিৎসা পর্যটনের পথও প্রশস্ত হবে।

Author

আরও খবর

Sponsered content