এইচ এম এরশাদ,আন্তর্জাতিক সংবাদদাতাঃ ওমানের রাজধানী মাসকাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অপরিকল্পিত’ বা ‘পরোক্ষ’ আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।
এই আলোচনার মূল উদ্দেশ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু করা। ইরানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আলোচনা একই স্থানে হলেও পৃথক দুটি কক্ষে বসে অনুষ্ঠিত হবে, যার মধ্য দিয়ে দুই দেশের প্রতিনিধি দল পরোক্ষভাবে নিজেদের মতামত আদান-প্রদান করবেন।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের সদস্য মেহদি ফাজেলি নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। ঐ প্রতিবেদনে দাবি করা হয়েছিল, খামেনি নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার অনুমোদন দিয়েছেন। মেহদি ফাজেলি এ দাবি নাকচ করে বলেন, এটি “একটি মিথ্যা মানসিক যুদ্ধের অংশ।”
উল্লেখ্য, নিউইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছিল, খামেনি দেশের তিন প্রধান শাখার (বিচার, নির্বাহী ও আইনসভা) নেতাদের সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন, যেখানে সরাসরি আলোচনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়।
এই আলোচনা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের পারমাণবিক উত্তেজনার প্রেক্ষাপটে।