রাজনীতি

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জলঢাকায় বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৫ , ৩:৩২:২৪ প্রিন্ট সংস্করণ

জলঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামীপন্থী একটি গোষ্ঠীর পরিচালিত মিথ্যাচার ও ফ্যাসিবাদী অপপ্রচারের প্রতিবাদে জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নের জয় বাংলা বাজারে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আয়োজন করে গোলমুন্ডা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। এ কর্মসূচিতে অংশ নেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতাকর্মীরা মানববন্ধনে বক্তারা বলেন, “তারেক রহমান একজন দেশপ্রেমিক ও গণমানুষের নেতা। তাঁকে নিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনী মশিউর রহমান মিঠুল, মিজানুর রহমান, আসাদ, মতিয়ার রহমান, নজরুল ইসলাম, মহুবার রহমান, মকবুল ইসলাম, আব্দুর রহমান, মজিদুল রহমান, ছাইয়াকুল রহমান, লিটন রহমানসহ আরও অনেকে বারবার ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণ আজ সজাগ ও সচেতন। তারা সবকিছু বুঝে এবং সময়মতো এর উপযুক্ত জবাব দেবে।” বক্তারা আরও বলেন, “মিথ্যা প্রচার ও চরিত্র হননের রাজনীতি গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে এসব অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।” তারা দেশে একটি শান্তিপূর্ণ ও সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার দাবি জানান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন গোলমুন্ডা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাফিউল ইসলাম চঞ্চল। উপস্থিত ছিলেন— যুগ্ম আহবায়ক মওদুদ আহমেদ ও সাইফুল ইসলাম সবুজ, ছাত্রদল নেতা মফিজুল ইসলাম, শাকিল পাটোয়ারী, শাহজালাল ইসলাম শান্ত ও গালিব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা শাহীন ইসলাম, শফিকুল আলম, সিরাজুল ইসলাম, মাইদুল ইসলাম দুলু, আখিনুজ্জামান বাচ্চু এবং মৎস্য দলের সভাপতি শরিফুল ইসলাম প্রমূখ।

Author

আরও খবর

দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশত যাওয়া যাবেনা.এ কথা যারা বলবে সাথে সাথে জিহবা টেনে ছিঁড়ে ফেলবেন- শাহাদাত হোসেন সেলিম

যুবদল নেতা মিলনের মৃত্যুতে এস এম রফিকুল ইসলাম বাচ্চুর শোক প্রকাশ।

ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদের মতবিনিময় সভা

উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত

মধ্যনগর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ার

Sponsered content