সারাদেশ

পুলিশের নতুন লোগো চূড়ান্ত, পালতোলা নৌকা আর থাকছে না

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৫ , ৪:০১:০৭ প্রিন্ট সংস্করণ

এইচ এম এরশাদ, আন্তর্জাতিক সংবাদদাতাঃ রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন নিয়ে চলমান আলোচনার ধারাবাহিকতায় এবার চূড়ান্ত করা হলো পুলিশের নতুন লোগো। নতুন লোগো থেকে বাদ দেওয়া হয়েছে বহুদিনের পরিচিত প্রতীক—পালতোলা নৌকা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদরদফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা আক্তারের সই করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম/লোগো পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী একটি নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে অনুমোদন করেছে। এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।

নতুন লোগোতে স্থান পাচ্ছে—পানির ওপর ভাসমান জাতীয় ফুল শাপলা, তার দুই পাশে ধান ও গমের শীষ এবং একটি পাটপাতার টবের মধ্যে ‘পুলিশ’ শব্দটি লেখা থাকবে।

চিঠিতে আরও বলা হয়েছে, নতুন মনোগ্রাম/লোগো বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব জেলা ও ইউনিটের ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরিবর্তনের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Author

আরও খবর

Sponsered content