বাংলাদেশ

বাগেরহাটের মোংলায় অজ্ঞাত ১ নারীর মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৫ , ৪:০৫:০৭ প্রিন্ট সংস্করণ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড় থেকে অজ্ঞাত ১ নারীর ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) স্থানীয়দের সহায়তায় এ মরদেহটি উদ্ধার করেছে নৌ পুলিশ ।

এ বিষয় স্থানীয়রা জানান, মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড়ে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তারা মোংলা থানায় খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মোংলা নৌ পুলিশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর নাম বা পরিচয় কোন কিছু জানা যায়নি।

এ বিষয় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান বলেন, এখনো কিছু বলা যাচ্ছে না, মরদেহ যেহেতু অজ্ঞাত, সুরতহাল করার পরে পাওয়া যাবে কি ঘটনা ঘটেছে। আমরা মরদেহটি উদ্ধার করে বাগেরহাট জেলা মর্গে প্রেরণ করেছি।

Author

আরও খবর

Sponsered content