বিশ্ব

হার্ভার্ডের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের হুমকি ৯ বিলিয়ন ডলারের তহবিল বন্ধের অভিযোগে মামলা

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৫ , ১:৪৩:৫৬ প্রিন্ট সংস্করণ

এইচ এম এরশাদ, আন্তর্জাতিক সংবাদদাতাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার (স্থানীয় সময়) আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরস-এর হার্ভার্ড শাখা এ মামলা দায়ের করে।

মামলায় অভিযোগ করা হয়েছে, প্রশাসন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আইনের ‘শাখা ছয়’ (Title VI) ব্যবহার করছে। এর মাধ্যমে তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক মতাদর্শ বা সরকারি নীতির অনুকূলে মত প্রকাশ এবং গবেষণার স্বাধীনতা খর্ব করতে বাধ্য করছে।

প্রতিবাদী আন্দোলনের পর নজরদারি

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮.৭ বিলিয়ন ডলারের অনুদান ও ২২৫.৬ মিলিয়ন ডলারের চুক্তি পর্যালোচনার আওতায় এনেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়টির ওপর নজরদারির সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন সেখানে ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের জেরে দেশব্যাপী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বড় পরিবর্তন আনার ঘোষণা দেয় সরকার।

Author

আরও খবর

Sponsered content