সাইফুল ইসলাম, নোয়াখালীঃ নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ৬ষ্ঠ দিনে চলছে।
গত ৬ এপ্রিল থেকে তাদের একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ করে শুক্র ও শনিবার সরকারি বন্ধের দুদিন বাদে আবারও শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি করছে।
৮দফা কর্মসূচির মধ্যে রয়েছে,
ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ,উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে, প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠে সংযুক্তি ভাতা প্রদান সহ মোট আট দফা বাস্তবায়নের লক্ষ্যে তাদের এই অবস্থান কর্মসূচি।
কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য রায়হান উদ্দিন শামীম, ক্যাম্পাস ভিপি রায়হান খান, শিক্ষার্থী রিয়াদ হোসেন সহ অনেকে।
এরই ধারাবাহিকতায় রবিবার সকাল থেকে একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের এক অংশ বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিদিনের ন্যায় অবস্থান কর্মসূচি পালন করছে। অন্য একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় কমিটির আহবানে পরবর্তী কর্মসূচির নির্ধারণে ঢাকা অবস্থান করছে।
আন্দোলনকারীরা জানায়, যতদিন যাবত মন্ত্রণালয় তাদের দাবি মেনে নিয়ে লিখিত ভাবে জানাবে, তাদের আন্দোলন চলবে।