সারাদেশ

আমার ৫৮তম জন্মদিনে,,,,,,, মোঃ নজরুল ইসলাম (বুলবুল মোল্লা)

  প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৫ , ১:০৯:৩০ প্রিন্ট সংস্করণ

আমার ৫৮তম জন্মদিন

  মোঃ নজরুল ইসলাম (বুলবুল মোল্লা)

 

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

হে বৈশাখ, তোমার শার্টের বোতাম খোলো ,
আমি দেখতে চাই কতোটা দ্রোহ নিয়ে ঘুমিয়ে থাকো এগারো মাস?
আমি জানতে চাই,
আমার ভাঙা পরাধীন ঝুপড়িতে এখনো ফ্যাসিস্ট কেন‌?
আমার ভালবাসা, ভালোলাগার কথা বললে ঈগলের সুতীক্ষ্ণ নখর
চেঁচিয়ে উঠে কণ্ঠরোধ করে কেন?

তুমিতো জানোই
বুকের জমাট বাঁধা পুঁজ রক্ত নিয়ে ঘুমোতে যাই ,
নির্ঘুম রাত কাটে বিষন্নতার সর্পিল সহবাসে ।
দুপুরের লাল‌ চোখ বিকেলে নীল হয় ধমকের সুরে,
মাগরিবের আজান শুনিয়ে যায় অনল জিভের আস্ফালন।
আবারো এশা – যমদূতের সাথে কানাকানি;
কী চমৎকার!

না, আর নয় ,
আর কান্না নয়।
ভাঙা কোমড়, কুঁজো পিঠের পচন ধরা ছালে
নববর্ষের মিথ্যে শুভেচ্ছা আর নয় ।

এবার তোমায় দেখতে চাই দ্রোহের মেলায়,
তোমার রুদ্র হাতে ভেঙে ফেলো যত্তোসব অত্যাচারের অট্টালিকা।

হে বৈশাখ,
তুমি একবার, মাত্র একটিবার
তোমার বৈশাখী রূপের কারিশমা দেখাও।
আমার ৫৮তম জন্মদিনে
তোমার কাছে এ মিনতি আমার।

Author

আরও খবর

Sponsered content