জয়পুরহাট থেকে মোঃ আল আমিন: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাতে, ১৪ এপ্রিল: বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী পান্তা ভোজের। অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক,শিক্ষক,শিক্ষার্থী,সাংস্কৃতিক কর্মী,বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাধারণ মানুষ।
অনুষ্ঠানে পান্তা, আলু ও বাদাম ভর্তা সহ বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারের ব্যবস্থা ছিল। সকলে একই সঙ্গে বসে খাবার গ্রহণ করেন, যা এক অপূর্ব সামাজিক ঐক্যের দৃষ্টান্ত হয়ে ওঠে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ তিনি বলেন, "পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির শেকড়। আজকের এই মিলনমেলা আমাদের সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐতিহ্যের বার্তা বহন করে।
এছারাও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন,পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হান্নান চৌধুরী, আহব্বায়ক পৌর বিএনপি, পাঁচবিবি, জনাব আলহাজ্ব মোঃ আবু হাসনাত মন্ডল হেলাল,সহ- সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদি মুক্তি যোদ্ধাদল কেন্দ্রীয় কমিটি,জনাব আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু,সাধারণ সম্পাদক পাঁচবিবি উপজেলা,মোঃ আব্দুল হান্নান চৌধুরী ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি,জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি পাঁচবিবি,জনাব মোঃ জিয়াউল ফেরদৌস রাইট জনাব মোঃ আবু তাহের,সাবেক সভাপতি, উপজেলা ছাত্রদল, পাঁচবিবি, জয়পুরহাট।জনাব মোঃ জনাবুর রহমান জনি
সাবেক সভাপতি, উপজেলা ছাত্রদল, পাঁচবিবি, জয়পুরহাট
জনাব মোঃ ফয়সাল হোসেন আপেল,আহবায়ক, উপজেলা ছাত্রদল, পাঁচবিবি, জয়পুরহাট মোঃ রাব্বিউল ইসলাম রকি,সাবেক আহ্বায়ক পৌর ছাত্রদল।জনাব মোঃ আরিফুল ইসলাম নয়ন।সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর ছাত্রদল, জনাব মোঃ ইমানুর রহমান,আহ্বায়ক মহিপুর হাজী মহাসিন সরকারি কলেজ শাখা।
কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ গফুর মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।
খাবারের পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের জন্যও ছিল আলাদা আনন্দ আয়োজন ও পুরস্কার বিতরণ।
এই আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় সারা উপজেলা জুড়ে। অংশগ্রহণকারীরা এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।