বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:০২ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনকারীদের ‘দুর্বৃত্ত’ আখ্যা, ইবিতে সাংবাদিককে মারধর আশুলিয়ায় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে জমি দখল চেষ্টার অভিযোগ আমুয়ায় মৃত গরু জবাইয়ের ভিডিও সামাজিক মাধ্যমে দেওয়ায় হামলার শিকার রাসেল, গ্রামবাসীর সুষ্ঠু তদন্তের দাবি ঠাকুরগাঁওয়ে অভিনয় কায়দায় ১ সপ্তাহে ৭টি অটোরিকশা একটি চক্র ছিনতাই করেছে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ  পল্লী উন্নয়নের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নবগঠিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ গুরুদাসপুরে প্রতারক চক্রের কবলে সাংবাদিক পরিবার,নিরাপত্তা চেয়ে সাংবাদ সম্মেলন সেনাবাহিনীর অভিযানে মেহেরপুরে চাঁদাবাজ আটক-৩ মায়ের বকুনির পর অভিমান করে মহনা (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে সার্টফিকেটে নাম ভূল আসায় সংশোধন প্রসঙ্গে..

বীরগঞ্জে বালুমহল ইজারা বাতিল করার দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন অনুষ্ঠিত।

Muktakathan News
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২০ Time View

বীরগঞ্জ, দিনাজপুর, প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ৩ নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ীহাট শান্তি চত্তর এলাকয় ভুক্তভোগী কৃষক ও সচেতন এলাকাবাসীর আয়োজনে আত্রাই নদীর ভাঙ্গন থেকে ফসলে জমি রক্ষা, পথচারী চলাচল দুর্ভোগ,পরিবেশবান্ধব ঝাড়বাড়ী গড়ার লক্ষ্যে ঝাড়বাড়ী বলদিয়া পাড়া বালু মহলের ইজারা বাতিল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ই এপ্রিল রবিবার সকাল দশটায় ভুক্তভোগী কৃষক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন গড়ফতু উদয়ন ক্লাবের সভাপতি মোঃ হামিদুর রহমান, ভুক্তভোগী কৃষক মোহাম্মদ নুর আলম, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ শাহজান আলী, সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম, মোঃ ইউসুফ আলী, মোঃ ফরমান আলী সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আশরাফুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত দিনে জয়গঞ্জ -ঝাড়বাড়ী ঘাট সংলগ্ন আত্রাই নদীর বলদিয়াপাড়া বালু মহলটি গত দুই বছর জনসাধারণের আন্দোলনের কারণে বন্ধ থাকলেও এবছর নতুন করে আবারও ইজারা দেয়া হয়। ইতিমধ্যে ইজারাদার কর্তৃক ড্রেজার মেশিন নদীতে আনা হয়েছে। বক্তারা বলেন ইতঃপূর্বে ড্রেজার দিয়ে বালু উত্তোলণের ফলে নদীর দুই তীর ভেঙ্গে অসংখ্য কৃষকের আবাদি জমি নষ্ট হয়েছে ।

নদীর চরে আবাদ করে যারা জীবিকা নির্বাহ করে তাদের জীবিকা বন্ধ হয়ে যাচ্ছে। ড্রেজারের কারণে বিভিন্ন জায়গায় গভীর গর্ত তৈরী হওয়ায় নানা রকম দুর্ঘটা এর আগে ঘটেছে। সরকারী রাস্তার ব্যাপক ক্ষতি সহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সেই সাথে ১০ চাকার ড্রাম ট্রাক চলার কারণে ইতিপূর্বে দুর্ঘটনায় দুইজন মারা গেছে। ধুলাবালির কারণে এলাকাবাসী শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হয়ে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা বলেন সবচেয়ে বড় কথা হচ্ছে, সরকার যত টাকা এখান থেকে রাজস্ব আয় করবে তার তিনগুন অর্থ জনগন কৃষি উৎপাদনের মাধ্যমে যোগান দিয়ে থাকে। বক্তারা অবিলম্বে ড্রেজার মেশিন, দশচাকার ড্রাম ট্রাক সহ ইজারা বন্ধের জোর দাবি জানান। তারা বলেন, সরকার জনগণের জন্য কাজ করে জনগণের এই বৃহৎ স্বার্থ মাথায় রেখেই সরকারের দায়িত্বশীলরা পদক্ষেপ নিবেন বলে আমরা আশা করছি, অন্যথায় আগামীতে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ মিটিং এ থাকায় মুঠো ফোনে চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102