এইচ এম এরশাদ,আন্তর্জাতিক সংবাদদাতাঃ জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসন ও মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে গাজা উপত্যকায় বর্তমানে যে মানবিক পরিস্থিতি বিরাজ করছে, তা যুদ্ধ শুরুর পর থেকে “সম্ভবত সবচেয়ে ভয়াবহ”। সংস্থাটি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
অন্যদিকে, মিশরের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কায়রো ইসরায়েলের কাছ থেকে গাজায় সাময়িক যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব পেয়েছে। তবে এখনো যুদ্ধবিরতির চেষ্টা সফল হয়নি।
ইসরায়েলি বাহিনী গত ১৮ মার্চ থেকে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করে, যার মাধ্যমে ১৯ জানুয়ারি থেকে কার্যকর থাকা একটি নাজুক যুদ্ধবিরতির অবসান ঘটে। এর আগে দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলা এক ধ্বংসাত্মক যুদ্ধ গাজাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে।
নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার ফলে গাজাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। খাদ্য, পানি ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।