এম জালাল উদ্দীন:পাইকগাছাঃ পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে অংশ গ্রহণ করে।
পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মোঃ সবজেল হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন, বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক বৃন্দ।
অপরদিকে পাইকগাছা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেন।