ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।অসদুপায় অবলম্বন করে বহিস্কৃত হওয়া ওই শিক্ষার্থী উপজেলার চিরাম তাহেরা মান্নান উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ওই কেন্দ্রের একটি কক্ষথেকে একজন পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্নপত্রের সঙ্গে মিল আছে এমন নোটের (গাইড) ৪ টি কপি পাওয়া যায়। কেন্দ্র থেকে ট্যাগ অফিসার বিষয়টি অত্র কেন্দ্রের হল সুপার কে অবগত করলে হল সুপার অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করেন ।
তিনি আরও জানান, বহিস্কৃত পরীক্ষার্থী এবছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না। এসএসসি পরীক্ষায় অসদুপায় যারাই করার চেষ্টা করবে তাদেরকেই বহিস্কার করা হবে।