আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: বুধবার ১৬ এপ্রিল ২৫ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহ ইউনিটের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল হক (পুলিশ সুপার ইন্টেলিজেন্স) অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স,উত্তরা, ঢাকা। বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আল-মামুন শিকদার , ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ।
বিশেষ কল্যাণ সভার শুরুতে পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহ মহোদয় স্বাগত বক্তব্য রাখেন। এসময় বিশেষ কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যদের কাছ থেকে মাননীয় অ্যাডিশনাল ডিআইজি মহোদয় ফোর্সদের প্রস্তাবনা ও আবেদনগুলি গুরুত্ব সহকারে শোনেন এবং ফোর্সের কল্যাণের বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অত্র ইউনিটে সকল ধরনের সহযোগিতা প্রদান করাবেন মর্মে আশ্বস্থ করেন। এছাড়াও ইউনিটের সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে ডিউটি পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিক নির্দেশনা প্রদান করেন। সভাপতি মহোদয় সমাপনী বক্তব্যে প্রধান অতিথি মহোদয়ের অত্র ইউনিট পরিদর্শনে আসায় ইউনিটের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহ ইউনিট কাজ করে যাবে বলে আশ্বস্ত করেন। উক্ত বিশেষ কল্যাণ সভায় ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।