বাংলাদেশ

কুড়িগ্রামে ৪৭ কেজিসহ দুইজন আটক

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৫ , ১২:৪১:৩৪ প্রিন্ট সংস্করণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ধরলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে র‌্যাব-১৩ (রংপুর) কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত ট্রাক ও গাঁজাসহ আটক ২ জনকে কুড়িগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আমতলী বাজারের মৃত ইয়াকুব আলির ছেলে আব্দুল আলিম এবং বগুড়া জেলার শিবগঞ্জ থানার রহবল হাজীপাড়া এলাকার মৃত মাইনুদ্দিনের ছেলে সেকুল হাওলাদার (৪০)।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, উদ্ধারকৃত গাঁজাসহ আটক ২ জন থানা হেফাজতে রয়েছে। র‌্যাবের পক্ষ থেকে এজাহার পেলেই মামলা দায়ের করা হবে।

Author

আরও খবর

Sponsered content