বিনোদন

নীল-ধান — সোহাগ ইসলাম

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৫ , ৪:০৭:৫২ প্রিন্ট সংস্করণ

নীল-ধান
লেখকঃ সোহাগ ইসলাম

নীলফামারী হামার জেলা,
নীল চাষ অতীতে ছিল সেরা।
বিলের ধারে, মাঠের পারে,
নীলই সবার হৃদয়ের তরে।

আজ সে নীল বিলুপ্ত প্রায়,
তবুও প্রাণ থেমে তো নয়!
ধানের ক্ষেতে সোনার ঢেউ,
সবুজ ডাকে এসেছে নতুন কেউ।

কৃষক হাসে, মাঠে গান—
ধানেই গড়ে জীবনের মান।
নীল নেই তাই কি থেমেছে আশা?
সবুজেই খুজে পাই ভালোবাসা।

নীলের বদলে সবুজে ঘেরা,
তাইতো ধান চাষ করে কৃষকরা।
ধান চাষে রয়েছে অনেক মান
তাইতো নীলফামারী বর্তমানে
উন্নয়ন।
———–
নাম: মোঃ সোহাগ ইসলাম
শ্রেণি:একাদশ
বিভাগ:মানবিক
নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী।

Author

আরও খবর

Sponsered content