আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
প্রার্থনা
মোহাম্মদ আব্দুল হাই
আল-গাফ্ফার, তুমি মহাক্ষমাশীল।
তোমার নামেই আমরা ডাকি—পাপমোচনের প্রার্থনায়।
আমরা পাপী, পাপ আমাদের দগ্ধ করে।
তুমি আমাদের করো ক্ষমা, ছুঁয়ে দাও ললাটে।
আস-সামি, তুমি সর্বশ্রবণকারী, তুমি অন্তর্যামী।
আমাদের হৃদয়ের কান্না যেন পৌঁছে যায় তোমার দরবারে।
রক্ত, চোখের জল, ব্যথিত শরীর—সবই তোমার সামনে উন্মুক্ত।
এই মিনতি—তোমার কাছেই রাখি হিমশীতল প্রাণে।
আমরা সেই আদম সন্তানের উম্মত,
প্রথম সৃষ্টি থেকে বহন করি মুহাম্মদ (সা.)-এর রহমতের আলো।
তাঁর নামের উছিলায় আমাদের অন্তরে ঢুকুক শান্তির জোয়ার।
তুমি করো ক্ষমা—তোমার সেরা সৃষ্টির দয়ায়।
তুমি আদি, তুমি অনন্ত, তুমি মহাবিজ্ঞানী।
তুমি আয্-জাহির—প্রতীয়মান সর্ব সত্তায়,
তুমি মালিকুল-মুলক—সকল রাজ্যের অধিপতি।
তোমার ইকরাম-এর মধ্যেই রয়েছে গৌরবের চির দীপ্তি।
আল-ওয়ালিয়্যু, তুমি স্নেহের অধিপতি।
আল-হাকিম, তুমি জ্ঞানের অগাধ সমুদ্র।
বিপদে-আপদে তুমি আমাদের রক্ষা করো—
আমরা তো কেবল অবনত বিনয়ের প্রতিচ্ছবি।
আল-খালিক, তুমি স্রষ্টা, তুমি আশ্রয় বিপদের রাতে।
তোমার নামেই জাগে ভালোবাসার সুর।
আস-সালাম, তুমি শান্তিময়,
তোমার দরবারে শুকরিয়া জানাই শ্রদ্ধায়।
আল-আযিজ, তুমি পরাক্রমশালী,
কিন্তু মানুষ—তোমার সেই সৃষ্টি—কত দুর্বল!
আল-কিতাবে লেখা রয়েছে,
তুমি দুর্বলদের দয়া করো পরম স্নেহে।
আর-রহিম, পরম দয়াময়,
তোমার গুণে গুণান্বিত হোক এই বিশাল বিশ্ব।
আমরা পাপী, গুনাহগার, তোমারই বান্দা।
তোমার দরবারে চেয়েছি—শান্তির পরশ।
আর-রহমান, তুমি পরম করুনাময়,
ভালোবাসায় সৃষ্টি করেছো এই বিশ্ব সংসার।
আমরা মাথা নুইয়ে মিনতি করি,
অকূলে দিও না আমাদের ফেলে , হে দয়াময়।