বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন গোপদ এলাকায় পৌর বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে পৌর যুবদলের নেতা মোঃ নজরুল ইসলাম জাহিদের বাড়িতে এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, মধুপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল হাই তুলা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর নির্দেশে এবং গোপদ এলাকাবাসীর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর পৌর বিএনপির সহ-সভাপতি এবং সাবেক তিন তিনবারের সফল মেয়র মধুপুরের মুকুটহীন সম্রাট প্রয়াত সরকার সহিদের সহধর্মিণী লিলি সরকার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান রবিন, পৌর ছাত্রদলের আহবায়ক সঞ্জয় সিংহ সহ মধুপুর পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদলের যুগ্ম আহবায়কবৃন্দ সহ গোপদ গ্রামের সকল নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মধুপুর পৌর যুবদলের সদস্য সচিব মোঃ শামীম হোসেন।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল
১৬-০৪-২০২৫